+880 1818 066213 fulkictg@gmail.com
ফুলকি সুষ্ঠু সাংস্কৃতিক পরিম-লে শিক্ষা বিস্তারের কাজ করছে। সেই সাথে বলা যায় শিক্ষার জন্যে প্রয়োজনীয় ও উপযোগী সাংস্কৃতিক বাতাবরণ তৈরির কাজ করে চলেছে। সেই লক্ষ্যে মূলত অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের জন্যে পরিচালিত সাংস্কৃতিক স্কুল এটি।
এখানে এক দল নিবেদিতপ্রাণ উষ্ণহৃদয় মেধাবী সংস্কৃতিকর্মী ও শিক্ষাকর্মী শিশুদের মানসগঠনে কাজ করে থাকেন। নিজের সন্তানকে নিয়ে অভিভাবকগণ আমাদের সাথে সোনারতরীর এই অভিযাত্রায় যুক্ত হয়ে সামগ্রিকভাবে সমাজের বর্তমান অবস্থার গুণগত উন্নতির মহৎ প্রয়াসে সহযাত্রী হচ্ছেন।
এটি এমন এক সৃজনশীল সাংস্কৃতিক স্কুল যেখানে শিশুর সুস্থ মানবিক মানস গঠনের লক্ষ্যে কলাচর্চাসহ আনুষঙ্গিক নানা বিষয় অনুশীলনের ব্যবস্থা আছে।
প্রত্যেক ছাত্র অনুশীলন পর্ব থেকে সংগীত, নৃত্য ও চারু-কারুকলার মধ্যে যে কোনো একটি বিষয়কে প্রধান হিসেবে গ্রহণ করতে পারে। তবে সকলেই সাধ্যমত সকল বিষয় জানার চেষ্টা করবে। কোনো শিল্পকলায় ব্যক্তিগত দক্ষতা অর্জিত না হলেও শিক্ষার্থীর রসগ্রহণের যোগ্যতা যেন অর্জিত হয় সেদিকে লক্ষ্য রাখা হয়।
যেসব শিক্ষার্থী সঙ্গীত, নৃত্য বা চারুকলায় প্রবেশপর্বেই বিশেষ পারদর্শিতা অর্জন করে এবং সে নিজে ও তার অভিভাবকগণ এ বিষয়েই তার উচ্চতর প্রশিক্ষণে আগ্রহী তাদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকছে।
শিক্ষাবর্ষ : বৈশাখ-চৈত্র