ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রম (লেটস প্লে উইথ ইংলিশ)
শিশুরা হাসিখুশি ও আনন্দের সাথে শিখতে ও জ্ঞানার্জন করতে পছন্দ করে। সেজন্যে বন্ধুত্বপূর্ণ আনন্দময় পরিবেশে ও সহজতম উপায়ে তাদেরকে নতুন একটি ভাষা শেখানোর এই উদ্যোগ। এই কার্যক্রমের নাম "Let's Play with English" বা "চল, ইংরেজি নিয়ে খেলি।" অভিজ্ঞ ইংরেজি শিক্ষক দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচলিত ভাষা শিক্ষা কার্যক্রম থেকে যে এটা ভিন্ন কিছু সে পার্থক্যেটা অংশ নিলেই বোঝা যাবে।
- প্রত্যেক শিক্ষার্থীদের আলাদা আলাদা যত্ন নেয়া হয়
- ক্লাসের শিক্ষার্থী সংখ্যা থাকে ভারসাম্যপূর্ণ
- ভাষা শেখা এবং ভাষা বিষয়ক কর্মকান্ডের সাথে হাসিখুশিপূর্ণ ও মজাদার কার্যক্রম যুক্ত থাকে
- ব্যক্তিত্বের বিকাশের দিকে মনোযোগ থাকে
- পড়া, বলা, শোনা এবং লেখার ক্ষেত্রে মৌলিক দক্ষতা অর্জন এর বিশেষ লক্ষ্য
- ভদ্রতা ও শিষ্টাচার শেখানো হয়
- মিথস্ক্রিয়া ভিত্তিক মাল্টিমিডিয়া ক্লাস
- শুভেচ্ছা বিনিময় ও সাড়া প্রদান শেখে
- গল্প বলা শেখে
- বিতর্ক করে
- দুর্বল শিক্ষার্থীর জন্যে সহায়তামূলক ক্লাস রয়েছে
ইংরেজি শিক্ষা কার্যক্রমের সূচি নিম্নরূপ:
- বয়সসীমা: ৮ থেকে ১৩ বছর (দ্বিতীয় থেকে ৮ম শ্রেণি)
- কোর্সের মেয়াদ: ৩ মাস (৩০ টি ক্লাস)
- ক্লাসের সময়: ১.৪৫ ঘণ্টা, সপ্তাহে দুদিন (মোট ৫২.৩০ ঘণ্টা)
- সময়: প্রতি সোমবার ও বুধবার বিকেল ৫টা
- স্থান: ফুলকি