ছোটদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিবোধ নির্মাণ, রুচি তৈরি, মনন ও কল্পনাবৃত্তির বিকাশসহ সার্বিক উৎকর্ষের কথা বিবেচনা করে ফুলকিতে পরিচালিত হয় 'সুকুমার শিশু সাধারণ পাঠাগার'। বাছাইকৃত ১২ হাজার বই নিয়ে এই পাঠাগার। ড: মুহাম্মদ শহীদুল্লাহ'র কথায় "জীবনে তিনটি জিনিসের প্রয়োজন বই, বই এবং বই"। আমাদেরও চাওয়া বইয়ের রসে মজে সত্যিকারের জীবনকে জানুক শিশু-কিশোররা। তাই তাদের জন্য সুকুমার শিশু সাধারণ পাঠাগার-এর উদ্যোগ 'আনন্দপাঠ'। এ উদ্যোগে অংশগ্রহণ করতে পারবে ১ম-১০ম শ্রেণি পড়ুয়া যে কোন শিশু-কিশোর।
সুকুমার পাঠাগারের সদস্য হয়ে নিচের কার্যক্রমের মাধ্যমে মননশীলতার চর্চায় রত থাকবে বিদ্যালয় পড়ুয়া শিশু-কিশোররাঃ
- সাপ্তাহিক/পাক্ষিক বই সংগ্রহ ও পাঠ।
- বই নিয়ে নিয়মিত পাঠচক্র।
- বিখ্যাত বই নিয়ে গুণিজনের কথামালা।
- মনীষী ও সাহিত্যিকদের জন্মবার্ষিকী এবং এমন আরও উপলক্ষ নিয়ে বিশেষ বিশেষ দিবস উদযাপন।
- ছোটদের স্বরচিত লেখা এবং চিরায়ত সাহিত্য পাঠের ভিত্তিতে সাহিত্য সভা।
- মাল্টিমিডিয়ার মাধ্যমে বিখ্যাত শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন।
- বছর শেষে উল্লেখযোগ্য অংশগ্রহণকারী শিশুকিশোরদের জন্য আনন্দ পুরস্কার।
সদস্য হওয়ার নিয়মাবলী আবেদন ফরম | ৫০ টাকা। |
নিবন্ধন ফি | ৫০০/= টাকা (এককালীন)। |
সদস্য ফি |
দু’ভাবে দেওয়া যাবে-৫০০/= (ষান্মাসিক), ১০০০/= (বাৎসরিক)। (সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা থাকবে)। |
বয়সসীমা | ১ম-১০ম শ্রেণির যে কোন বিদ্যালয় পড়–য়া শিশু-কিশোর। |
বই সংগ্রহের সময় | প্রতি রবিবার বিকাল ৫:০০ টা-৭:০০ টা। |
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় ও স্থান
সকাল ৯:০০টা থেকে বেলা ২:০০টা (রবি-শুক্রবার)
ফুলকি, ৪৬ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম, বাংলাদেশ।
মুঠোফোন: ০১৭১১৯৫৩৫৬৪, ০২৩৩৩৩৬১১৩৭