শিশু প্রতিষ্ঠান ফুলকি শিশু কিশোর ছেলেমেয়েসহ সকল বয়েসি মানুষের জন্যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মরক্ষার কৌশল ও দক্ষতার বিদ্যা কারাতে কোর্স চালু করেছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে উচ্চতর সকল শ্রেণির ছাত্র-ছাত্রী এতে ভর্তি হতে পারে। এছাড়া যে কোনো বয়সের আগ্রহী অভিভাবকও এই প্রশিক্ষণ নিতে পারবেন। উপযুক্ত প্রশিক্ষকের অধীনে এই বিদ্যায় প্রশিক্ষণ পেলে ব্যক্তিগতভাবে যা অর্জিত হবে:
- শারীরিক সামর্থ্য বাড়বে।
- আত্মরক্ষায় দক্ষতা বাড়বে।
- আত্মবিশ্বাস ও মনোযোগ বাড়বে।
- শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হবে।
- জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
- আন্তর্জাতিক মানের সোতোকান কারাতে প্রশিক্ষণ পাবে।
- JKA Bangladesh এর সদস্য হওয়ার সুযোগ পাবে।
- সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স (ব্ল্যাক বেল্ট) ছোটদের জন্য ৪ বছর ও বড়দের জন্য ২ বছর মেয়াদের। তবে দক্ষতার কারণে শিক্ষার্থী ভেদে মেয়াদ কম-বেশি হতে পারে।
- প্রতি ৪ মাস পরপর বেল্ট পরিবর্তনের পরীক্ষা হবে। (জানুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ)
- ব্ল্যাক বেল্ট-এর জন্য শিক্ষার্থীদের মোট ১০ টি ধাপ অতিক্রম করতে হবে।
রবিবার ও মঙ্গলবার বিকাল ৪.৩০ টা থেকে ৬.৩০ টা
প্রধান প্রশিক্ষক
শিহান রতন তালুকদার
- ৬ষ্ঠ ভ্যান - WKF
- ৪র্থ ভ্যান - JKA
- ৫ম ভ্যান - BKF
সহকারী প্রশিক্ষক
...
...
- test 05 Apr, 2023
...