+880 1818 066213 fulkictg@gmail.com
ফুলকি শিশুর জগৎ। ১ জানুয়ারি ১৯৭৬ সনে এর যাত্রা শুরু হয়। লক্ষ্যটা ছিল শিশুদের মানবিক গুণের উন্মেষ ঘটানো, সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন এবং বুদ্ধিবৃত্তিক মেধার লালন। এই উদ্যোগের সাথে নানাভাবে যুক্ত ছিলেন প্রফেসর আনিসুজ্জামান, বেগম উমরতুল ফজল, শিল্পী সবিহ-উল আলম, অমিত চন্দ, আবুল মোমেন ও শীলা মোমেন। পরে আমৃত্যু যুক্ত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম, এবং এখনো যুক্ত আছেন ইতিহাসবিদ ড. শামসুল হোসাইন। লক্ষ্য অর্জনের জন্যে কাজ করতে করতে ফুলকি নানা পরীক্ষা নিরীক্ষা ও রদবদলের মধ্য দিয়ে সহজপাঠ নামে একটি মডেল প্রাথমিক স্কুল ও সোনারতরী নামে মডেল সাংস্কৃতিক স্কুল চালু করে। পাশাপাশি অন্যান্য স্কুলের জন্যে সাহিত্য, সঙ্গীত, চারুকলা, মনীষীকথা, সভ্যতার কথা, বিজ্ঞানের পাঠ সম্বলিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে। এটি সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম নামে পরিচিত। শিশু শিক্ষা নিয়ে এই চেতনা এবং এসব কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে গঠন করা হয়েছে বিদ্যাসাগর-রোকেয়া শিক্ষা ট্রাস্ট। এর সভাপতি ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান এবং সম্পাদক আবুল মোমেন। আজ সরাসরি ছাত্র হিসেবে প্রায় আটশত শিশু এবং সাংস্কৃতিক কার্যক্রম সমন্বিতের সূত্রে প্রায় কুড়ি হাজার ছাত্রের সাথে ফুলকির সংযোগ আছে।