তরুণ শিক্ষার্থীদের ফরাসি ভাষা শেখানোর জন্যে ফুলকি ২০১৬ এর আগস্ট থেকে আলিয়ঁস ফ্রঁসেস চট্টগ্রামের তত্ত্বাবধানে ফরাসি ভাষা শিক্ষা কার্যক্রম বিষয়ক একটি প্রকল্প শুরু হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় একজন শিশুর গ্রহণ করা ক্ষমতা অপরিসীম। এই বয়সটা তাদেরকে গড়ে তোলার। সেজন্য এই পর্যায়ে তাদেরকে যাই শেখানো হয় সেটা, বিশেষত ভাষা শেখার ক্ষেত্রে ফলপ্রসূ হয়। একজন শিশু একাধিক ভাষা আয়ত্ব করতে পারে। বিশ্বজনীন ব্যবস্থা হিসেবে ইংরেজি ভাষা শেখা ছাড়াও কেউ যদি আরও একাধিক ভাষা, বিশেষত: ফরাসী, জার্মান, স্পেনীয়র মত ইউরোপীয় ভাষা শিখতে পারে সেটা তাকে উচ্চশিক্ষা এবং চাকরি পাওয়া উভয় ক্ষেত্রে বিপুলভাবে সহায়তা করবে। এসব বিষয় বিবেচনায় ফুলকি পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম হাতে নিয়েছে এবং এক্ষেত্রে প্রাথমিকভাবে আশাতীত সাড়া মিলেছে, যা দিন দিন বাড়বে।
ফরাসী ভাষা শিক্ষা কার্যক্রম সূচি নিম্নরূপ :
কার্যক্রমের মেয়াদ : এক বছর
সময় : প্রতি বুধবার বিকেল ৫:০০ টা
স্থান : ফুলকি